সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫০

প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ০২:২৬:৪৫ অপরাহ্ন

বর্তমান শিক্ষা ব্যবস্থা ২০ বছর পিছিয়ে গেছে: দুদক চেয়ারম্যান

চাঁদপুর: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পিছিয়ে গেছে। আমাদের ভাবতে হবে- আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কি শিখছে? এর দায় সকলকে নিতে হবে। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের দায় শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এর জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা, জনপ্রতিনিধিরা সবাই সজাগ হতে হবে। এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ জাফর ইকবাল, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com