শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪০

প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

দায়িত্বে অবহেলা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে। আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ গণমাধ্যমকে জানান, সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী কোনো মন্ত্রী দায়িত্বে অবহেলা করলে প্রধানমন্ত্রী তাকে অপসারণ করবেন। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নানা দুর্নীতির অভিযোগ নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। তার এই দুর্নীতি নিয়ে ইতিপূর্বে যুগান্তরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com