রোববার, ১৯ মে ২০২৪, ০৩:২০

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ ০৩:০২:৩০ অপরাহ্ন

ওরিয়নকে কক্সবাজারের বিশাল জমি লিজের বিষয়ে সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল বলেছেন, কক্সবাজারের আলোচিত শৈবাল হোটেল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইস্যু নিয়ে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া জানার জন্যই শুধু কক্সবাজার এসেছি। আপনাদের প্রতিক্রিয়া আমি প্রধানমন্ত্রীর কাছে পেশ করবো। আলোচিত শৈবাল হোটেলসহ ১৩৫ একর জমি বিতর্কিত ওরিয়ন গ্রুপকে লিজ ইস্যুতে মঙ্গলবার দুপুরে কক্সবাজারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজার সোসাইটি ও কক্সবাজার নাগরিক কমিটিসহ ২২টি সংগঠন- শৈবাল হোটেল ওরিয়নের কাছে হস্তাস্তার প্রকিয়ার প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি জেলা শহরে আধা বেলা হরতালের ডাক দিয়েছে। পর্যটনমন্ত্রী কক্সবাজারে পৌঁছার পর এক প্রতিবাদ মানববন্ধন থেকে এ হরতালের ডাক দেয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেন। এদিকে আলোচনা সভায় পর্যটনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী ধ্যান-জ্ঞান জুড়েই দেশের উন্নয়ন। এই উন্নয়ন হলো জনগণের জন্য। তাই প্রধানমন্ত্রী এই বিষয়টি মাথায় রেখে ওনার সিদ্ধান্ত দেবেন। এ জন্য আমি কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া ওঁনার কাছে তুলে ধরবো।’ মন্ত্রী শাহাজাহান কামাল আরো বলেন, ‘কক্সবাজার হচ্ছে বাংলাদেশের আলো। তাই কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন। আপনারা দেখছেন উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী সেই স্বপ্নের প্রতিফলন ঘটাচ্ছেন। আমি আশা রাখবো, প্রধানমন্ত্রীর এই উন্নয়নে কক্সবাজারবাসী সহযোগিতা করবেন।’ সভায় উপস্থিত কক্সবাজারের শ্রেণি-পেশার প্রতিনিধিরা বিবাদমান শৈবাল ইস্যু নিয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। তারা সবাই তীব্র বিরোধিতা করে কক্সবাজারের এই অমূল্য সম্পদকে বিতর্কিত ওরিয়ন গ্রুপের হাতে তুলে না দিতে আহ্বান জানান। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম গোলাম ফারুক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান কবির, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মো. নাঈম হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ওরিয়ন গ্রুপের পরিচালক লে. জেনারেল শাব্বির আহমদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজাহান। এছাড়াও কক্সাজারের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার সভার পরে মন্ত্রীসহ প্রতিনিধিদল শৈবাল হোটেলসহ পুরো এলাকা পরিদর্শন করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com