রোববার, ০৫ মে ২০২৪, ০৮:১৮

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ ০৮:৪৩:৪২ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: প্যানেল মেয়রসহ ৭ জনের নামে মামলা

ফেনীর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) হত্যার ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। এতে দাগনভূঞা পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও তার ভাই পারভেজ সওদাগরসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ফখরুলকে হত্যার জন্য ব্যবহৃত একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি ফখরুলকে হত্যা করা হয়। তিনি দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সোমবার রাত ১২টার দিকে আবু তাহের চৌধুরী ছেলে হত্যার ঘটনায় বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার ফখরুলের দুই বন্ধু হিরো ও বাহাদুরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হিরোর বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারের মামুন অটো ওয়ার্কসপ থেকে ফখরুলের মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হত্যার ঘটনায় আজ মঙ্গলবার দুপুরের পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ওসি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com