রোববার, ০৫ মে ২০২৪, ০৮:০৬

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ ০৪:০৪:২২ পূর্বাহ্ন

বেতনের টাকা চেয়ে বিচারপতি এসকে সিনহার চিঠি

দেড় বছরের মূল বেতনের সমপরিমাণ নগদায়নের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ১৭ ডিসেম্বর স্বাক্ষরিত তার এই চিঠি সম্প্রতি কানাডা থেকে ডাকযোগে সুপ্রিম কোর্ট কার্যালয়ে এসে পৌঁছেছে। চিঠিটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বরাবর পাঠানো হয়েছে। তবে বিচারপতি সিনহাকে নগদায়নের টাকা দেওয়া হবে কি-না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ১৮ মাসের নগদায়নের টাকা চেয়ে সাবেক প্রধান বিচারপতির একটি চিঠি তারা পেয়েছেন। রাষ্ট্রপতি অনুমোদন দিলে তিনি নগদায়ন পাবেন। এ নিয়মেই বিচারপতিদের নগদায়নের টাকা ছাড় করা হয় বলেও জানান তিনি। ২০১৫ সালের ১৭ জানুয়ারি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়সহ বিভিন্ন ইস্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন। এই রায় নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের টানাপড়েনের মধ্যে গত বছরের ২ অক্টোবর ‘অসুস্থতাজনিত’ কারণে ছুটিতে যান প্রধান বিচারপতি। পরে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ১৩ অক্টোবর ঢাকা ছাড়েন। তবে, দেশের প্রধান বিরোধীদল বিএনপি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অভিযোগ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বেচ্ছায় পদত্যাগ করেন নি। সরকার প্রথমে তাকে অসুস্থ বানিয়ে বাধ্যতামূলক ছুটি দিয়ে পরে দেশ ছাড়তে বাধ্য করেছে। ১৩ অক্টোর দেশ ছাড়ার আগে সাবেক প্রধান বিচারপতি লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘তিনি অসুস্থ নন। পালিয়েও যাচ্ছেন না। সাময়িকভাবে যাচ্ছেন। আবার ফিরে আসবেন। বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য যাচ্ছেন তিনি। সরকারকে ভুল বোঝানো হয়েছে।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com