শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫৮

প্রকাশিতঃ রোববার, ২১ জানুয়ারী ২০১৮ ০৭:১০:২৫ অপরাহ্ন

পুলিশের চাঁদাবাজি বন্ধে ট্যাংকলরি শ্রমিকদের আল্টিমেটাম

ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অব্যাহত চাঁদাবাজিসহ হয়রানি বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্যাংকলরি শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপোর সামনে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে কঠোর হুশিয়ারি দেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ফতুল্লার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা ছাড়াও সিদ্ধিরগঞ্জের গোদনাইল শাখার পদ্মা ও মেঘনা ডিপোর নেতারা অংশ নেন। এদিকে শ্রমিকদের প্রায় তিন ঘণ্টা কর্মবিরতির কারণে ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো থেকে তেল লোড বন্ধ রাখা হয়। এতে দেশের বিভিন্ন এলাকায় তেল সাপ্লাই বন্ধ ছিল। এ ছাড়া সড়কে এলোপাতাড়ি ট্যাংকলরি রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। প্রতিবাদ সভায় ফতুল্লা যমুনা ডিপোর সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনের আয়োজনে ও মেঘনা ডিপোর সভাপতি মো. আফসার উদ্দিন আফসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিন মুন্সী। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। পরে ট্যাংকলরির নেতারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যান। এখন পরিস্থিতি শান্ত রয়েছে
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com