রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৫

প্রকাশিতঃ রোববার, ২১ জানুয়ারী ২০১৮ ১০:৩৪:১৯ পূর্বাহ্ন

বিনাভোটের প্রতিমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননা নয়কি: প্রশ্ন খালেদা জিয়ার

আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে মর্মে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দেয়া এমন বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কিনা প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতি কী পদক্ষেপ নিচ্ছেন জনগণ সেদিকে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার বিকেল সোয়া ৩ টার দিকে এক টুইট বার্তায় তিনি এ প্রশ্ন রাখেন। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে, বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, “১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে।” বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয়কি? বিচারবিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধানবিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেইদিকে সতর্ক নজর রাখছে। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আপনারা একটু অপেক্ষা করুন। আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পর এনিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। বিশিষ্টজনেরা বলছেন, আদালতের রায় কী হবে সেটা প্রতিমন্ত্রী জানলেন কীকরে? তাহলে খালেদা জিয়ার মামলার রায়ের খসড়া কি তার কাছে? এরই মধ্যে আজ টুইট করে প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের কড়া প্রতিবাদ করলেন খালেদা জিয়া
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com