সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪২

প্রকাশিতঃ রোববার, ২১ জানুয়ারী ২০১৮ ১০:০০:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিকে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, অভিযানকালে ২ হাজার ৪৪১টি মামলা ও ১৪ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ট্রাফিক অভিযানে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৩২০টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক সূত্রে আরও জানা গেছে, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৩৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬২০টি মামলা ও ১০টি মোটরসাইকেল আটক করা হয়। ডিএমপি'র পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ২০ জানুয়ারি দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com