সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২০

প্রকাশিতঃ রোববার, ২১ জানুয়ারী ২০১৮ ০৩:৪২:২৫ পূর্বাহ্ন

মওদুদের কথা সত্য নয়, খবর পেলে যেতাম: অ্যাটর্নি জেনারেল

‘খবর দেয়ার পরও ঢাকা সিটি উত্তরের উপনির্বাচন স্থগিতের রিট শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে আসলেন না’ মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের দেয়া এমন বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। শনিবার গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত আমাকে ডাকেননি, আদালত ডাকলেতো অবশ্যই যেতাম। এটা (আদালত ডাকার বিষয়টি) সত্যি কথা না। আমি ছিলাম অ্যাপিলেট ডিভিশনের মামলায়। তারপরও আমাকে ডাকলে, আমাকে খবর দিলে ডেফিনিটলি আমি যেতাম। আমাকেতো ডাকেনি। তিনি বলেন, সরকার যদি মনে করে, সেটা নিশ্চয়ই করা হবে। আর গভর্নমেন্ট যদি মনে করে, রিট পিটিশনারের বক্তব্যের (নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে উপস্থাপন করা যুক্তি) সারবত্তা আছে, সেটা গভর্নমেন্ট নাও করতে পারে। মাহবুবে আলম বলেন, আমরাতো সব মামলায় অ্যাপিলেট ডিভিশনে যাই না। যদি আমরা মনে করি অর্ডারটা সঠিক হয়নি, তখন যাই। আর গভর্নমেন্ট যদি মনে করে অর্ডারটা সঠিকই আছে, তাহলে আর যাই না। তিনি বলেন, দেখুন, আপনি কোনো ভোটারকে প্রার্থিতা থেকে বঞ্চিত করতে পারেন না। এটা উনি (ব্যারিস্টার মওদুদ আহমদ) ঠিক কথা বলছেন না। আমাকে কোনো মামলায় খবর দিলে আমি যাই। আমি খবর পাইনি এবং আমি অ্যাপিলেট ডিভিশনে ছিলাম। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ডিএনসিসি উপনির্বাচনের ঘোষিত তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ বলেন, আমার প্রশ্ন হলো- এত গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানি হলো। প্রথম দিন অ্যাটর্নি জেনারেল আসলেন না। আদালত বললেন, আগামী দিন আদেশের জন্য রাখছি, যাতে আমরা তার বক্তব্য শুনতে পারি। ওই দিন আদেশের জন্য যখন মামলা উঠল, অ্যাটর্নি জেনারেল তখনও আসলেন না। তাকে খবর দেয়া হলো। আদালত অপেক্ষা করেছিল তার আসার জন্য। কিন্তু, তিনি আসলেন না। এর অর্থ কী? এর অর্থ হলো- সরকার চেয়েছে আদালত স্থগিতাদেশ দিয়ে দিক, সেটিই হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com