বুধবার, ০১ মে ২০২৪, ০২:৪৯

প্রকাশিতঃ শনিবার, ২০ জানুয়ারী ২০১৮ ০৩:২৮:৫৯ পূর্বাহ্ন

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে ঢাকা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ঢাকার কেন্দ্রগুলোয় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবারসকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য)। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী, ভোটার আইডি কার্ড প্রদর্শন করে ভোটাররা ভোট দিতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের কাছে অর্পণ করতে বলা হয়েছে। উল্লেখ্য আগামীকাল রোববার সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com