রোববার, ০৫ মে ২০২৪, ১০:৩৪

প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ ০৬:০৪:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসে অাগুন: প্রতিবাদে এনায়েতপুরে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে যুবলীগ নেতাকর্মী কর্তৃক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সিরাজগঞ্জ-এনায়েতপুর রুটে গণপরিবহণ চলাচল বন্ধ ঘোষণা করেছে সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি। বৃহস্পতিবার রাতে বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বেলকুচি পৌরসভা কার্যালয়ে হামলা, সরকারি কাজে বাধা ও মেয়রকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র আশানুর বিশ্বাসের দায়েরকৃত দ্রুত বিচার আইনে মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা এবং যুগ্ম আহ্বায়ক এস.এম. ওমর ফারুক সরকারকে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে রেজা ও ফারুকের সমর্থকরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে অন্তত ২২টি বাস-ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় হেমা পরিবহন বাসে অগ্নি সংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি সিরাজগঞ্জ-এনায়েতপুর রুটে বাস, মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com