রোববার, ০৫ মে ২০২৪, ০৯:২৮

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ ০৯:৪০:১০ পূর্বাহ্ন

পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে বিএসএফ জওয়ান নিহত, উত্তেজনা চরমে

জম্ম-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর (রেঞ্জার্স) গুলিতে বিএসএফের এক হেড কনস্টেবল ও এক কিশোরী নিহত হয়েছেন। এসময় তিন জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, বুধবার গভীর রাতে জম্মু-কাশ্মিরের আর এস পুরা ও অরনিয়া সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বিএসএফের এক হেড কনস্টেবল এ সুরেশ ও ১৪ বছর বয়সী নীলাম দেবী। এসময় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালায় বলে জম্মুর পুলিশ কর্মকর্তা অরুণ মানহাস জানান। বর্তমানে রামগড় এলাকায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলতে থাকায় অরনিয়া এলাকায় ৫ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। একটি সূত্রে প্রকাশ, গতকাল গভীররাত পর্যন্ত দু’দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি চলে। পাকিস্তানি রেঞ্জার্সরা বিএসএফ চৌকি টার্গেট করে গুলিবর্ষণ শুরু করলে আশেপাশে এলাকার মানুষজনকে বাইরে না বেরোনোর পরামর্শ দেয়া হয়। পাকিস্তানি সেনাবাহিনী গত মঙ্গলবারও জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন গুরুতরভাবে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর দু দিন আগে জম্মু-কাশ্মিরের কোটলি সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com