বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:২১

প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ ১০:২৯:১৪ পূর্বাহ্ন

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ নিহত

এবার রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে সাত বৌদ্ধ ধর্মাবলম্বী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গতকাল মঙ্গলবার রাতে হতাহতরা প্রাচীন মন্দির চত্বর মারাক ইউতে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান পালনের জন্য জড়ো হওয়া লোকজনের ওপর হঠাৎ গুলিবর্ষণ শুরু করেন পুলিশ। তবে সমাবেশটি কেন সহিংস রূপ নিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে শুরু করতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দিন এ ঘটনা ঘটল। পুলিশ এ সহিংসতার জন্য সেখানে সমবেত হওয়া জনতাকে দায়ী করেছে। কারণ, জনতা প্রশাসনের একটি দপ্তর দখলে নেওয়ার চেষ্টা করেছিল। আর এ থেকেই সহিংসতার শুরু হয়। মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো সোয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট ছোড়ে। এতে কাজ না হওয়ায় পুলিশ গুলিবর্ষণ করে। তখন হতাহতের ঘটনা ঘটে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com