বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৫১

প্রকাশিতঃ রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ ০৬:১০:২০ অপরাহ্ন

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

ধামরাই : ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ্ববর্তী একটি খাদে অর্ধশতাধিক যাত্রীসহ নিমজ্জিত হয়েছে। এ ঘটনায়স্থানীয়দের সহায়তায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এতে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে নিরাপদ পরিবহণের ডাকা-সুয়াপুর রুটের একটি বাস ধামরাইয়ের দি একমি ল্যাবরেটরিজের সামনে নয়নজুলির খাদের পানিতে নিমজ্জিত হয়। উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনা কবলিত বাসের ভেতর আরও ১০-১৫জন যাত্রী থাকতে পারে। নিহত ওই চার বাসযাত্রীর মধ্যে নান্নার ইউনিয়নের ধামরাইয়ের চাউনা ঘোড়াকান্দা গ্রামের মো. কোরবান আলীর স্ত্রী শিরিন আক্তার শিল্পীর (৪০) পরিচয় পাওয়া গেছে।অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানান, মানবিক কারণে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধার কাজে বিশালকার রেকার ও ক্রেন ব্যবহারের ফলে মহাসড়কটিসহ ৮টি সংযোগসড়কে সাত ঘন্টার জন্য সবধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয়পার্শ্বে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ এসআই ভজন রায় জানান,গাবতলী থেকে ছেড়ে আসা নিরাপদ পরিবহনের যাত্রীবাহীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে অর্ধশতাধিক যাত্রীসহ নিমজ্জিত হয়।স্থানীয়দের সহায়তায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে।এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি।থানায় মামলা দায়ের হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com