সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৩

প্রকাশিতঃ রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ ০৪:৫৯:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ভাষণের একদিন পর সিপিডি’র বক্তব্যের উদ্দেশ্য কি: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: গত শুক্রবার রাতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণের একদিন পর দেশের আর্থিক খাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলনে সিপিডি‘র দেয়া বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ প্রশ্ন তুলেন। সিপিডি’র ওপর ক্ষোভ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের মাত্র একদিন পরই সিপিডি দেশের অর্থনীতি নিয়ে এমন বক্তব্য দিলো। তাদের এ বক্তব্যের উদ্দেশ্য কি? তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি আর সিপিডি’র বক্তব্যের মধ্যে পার্থক্য কি? তোফায়েল আহমদ বলেন সামনে নির্বাচন, ঠিক এই মুহূর্তে দেশের অর্থনীতি নিয়ে নেচিবাচক বক্তব্য দিয়ে সিপিডি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল। উল্লেখ্য, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮: প্রথম অন্তর্বতীকালীন পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে সিপিডি। সংবাদ সম্মেলনে চলতি অর্থ বছরের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি জানায়, ‘ধারাবাহিকভাবে ভালো প্রবৃদ্ধি হলেও দারিদ্র বিমোচন কাঙ্খিত মাত্রায় হয়নি। বরং আয় বৈষম্য বেড়েছে। যারা একেবারে গরীব আছেন, তারা আরও গরীব হয়ে যাচ্ছেন বলে আমরা লক্ষ্য করছি। উল্টো দিকে ধনীরা আরও সম্পদের মালিক হচ্ছেন।’ সংবাদ সম্মেলনে সিপিডি আরও জানায়, ‘ঋণ লোপাট, ব্যাংকের মালিকানাধীনসহ নানা কারণেই ২০১৭ সাল ছিল ব্যাংকিং খাতের কেলেঙ্কারির বছর। ২০১৮ সালেও নাজুক পরিস্থিতি থেকে উত্তোরণের সুযোগ নেই। কারণ ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে মালিকদের পারিবারিক নিয়ন্ত্রণ আরও বাড়ানোর সুযোগ করে দিয়েছে সরকার। অর্থনৈতিক দুর্বলতা সঙ্গী করেই জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার। যা আরো খারাপ হতে পারে বছরের শেষ দিকে।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com