সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৮

প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ ০৫:৫৪:৫৫ পূর্বাহ্ন

কম্বল বিতরণে আ.লীগ নেতার এলাহীকাণ্ড

লক্ষ্মীপুর: ঢাকা থেকে হেলিকপ্টারে করে লক্ষ্মীপুর এসে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী শহিদ ইসলাম। এলাকায় তিনি পাপুল নামে পরিচিত। রোববার বেলা ১১টায় রায়পুর মার্চেন্টস একাডেমির মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন অল্প কিছু দলীয় নেতা-কর্মী ও সমর্থক নিয়ে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। আওয়ামী লীগের কোনো জ্যেষ্ঠ নেতাকে তার সঙ্গে দেখা যায়নি। হেলিকপ্টার থেকে নেমে তিনি ছয়টি গাড়ি ও অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে রায়পুর উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় যোগ দেন। এরপর বিকেল পাঁচটায় তিনি সোনাপুর মাদ্রাসা মাঠে ১২ হাজার কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ করতে কাজী শহিদের হেলিকপ্টারে আসা নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এ নিয়ে ক্ষোভ প্রকাশও করছেন। দুটি অনুষ্ঠানেই নৌকার পক্ষে ভোট চান কাজী শহিদ। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ রায়পুরে এখন শক্তিশালী। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। যদিও কাজী শহিদকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে গত এক বছর ধরে বিরোধ চলছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন তাঁর পক্ষে অবস্থান নিলেও অন্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি এক বছর আগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ২৮টি মোটরসাইকেল দেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন বলেন, কাজী শহিদ রায়পুর আওয়ামী লীগের কোনো পদে নেই। এমনকি সদস্যও নন। সমাজসেবার নামে তিনি হেলিকপ্টারে এসে কৌশলে মহড়া দিচ্ছেন। আসলে তিনি একটি দলের পক্ষে হয়ে আওয়ামী লীগকে দ্বিধাবিভক্তি করছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com