বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫৫

প্রকাশিতঃ রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ ০৮:২৬:১১ অপরাহ্ন

কিছু দেশের ভ্রমণ সতর্কতা হতাশাজনক

ঢাকা: বাংলাদেশ সফরে কিছু দেশ ভ্রমণ সতর্কতা জারি করায় হতাশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ ধরণের পদক্ষেপগুলো শিকাগো সনদের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেছেন। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্য ট্রাভেললগ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ ধরনের সতর্কতা সুস্পষ্ট ও নির্দিষ্ট সময়ের জন্য হওয়া উচিত উল্লেখ করে তিনি এগুলো প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান আখতারুজজামান খান কবীর, বিপিসির পরিচালক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশীদুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বৃটেন ও অস্ট্রেলিয়া স্ব স্ব দেশের নাগরিকদের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে ভ্রমণ সতকর্তা বার্তা হালনাগাদ করেছিল। এতে তারা হামলার শঙ্কা প্রকাশ করে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com