শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫২

প্রকাশিতঃ রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ ০৮:২২:৩৭ অপরাহ্ন

মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা জিয়া

ঢাকা: আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে এখন জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়। তিনি টুইটে লেখেন, ‘একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com