রোববার, ০৫ মে ২০২৪, ১০:৩৫

প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ ০৪:৫৯:২২ অপরাহ্ন

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা ধর্মঘট ২৭ ও ২৮ ডিসেম্বর

চট্টগ্রাম: উবার, পাঠাও বন্ধসহ আট দফা দাবিতে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকা এবং চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সোমবার চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা চালক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। আট দফা দাবি হলো- ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন গাড়ি প্রতিস্থাপন, ঢাকা মহানগরীর চালকদের নামে বরাদ্দকৃত পাঁচ হাজার এবং চট্টগ্রাম মহানগরীর জন্য বরাদ্দকৃত চার হাজার গাড়িচালকের মধ্যে দ্রুত বিতরণ করা, অনুমোদনহীন উবার, পাঠাওসহ অ্যাপসভিত্তিক যানবাহনগুলো নীতিমালায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখা, শ্রমিক স্বার্থবিরোধী পরিবহন আইনের সব ধারা-উপধারা বাতিল করা, পেশাজীবী ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ব্যবহারিক পরীক্ষা বন্ধ এবং সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান, ট্রাফিক সার্জেন্ট কর্তৃক সিএনজি অটোরিকশা চালকদের হয়রানি এবং রেকারিংয়ের ভয় দেখিয়ে অর্থবাণিজ্য বন্ধ করা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে পার্কিংয়ের ব্যবস্থা না করে নো-পার্কিং মামলা না দেওয়া, ঢাকা মহানগরীতে সরকার নির্ধারিত ৯শ' টাকা এবং চট্টগ্রামে পূর্বনির্ধারিত জমা ৬শ' টাকা বাস্তবায়ন করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব সিএনজি অটোরিকশা ঢাকা জেলার সর্বত্র অবাধে চলাচল করতে দেওয়া। এসব দাবিতে গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে মিরপুর ১৪ নম্বর ডেন্টাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেন অটোরিকশা চালকরা। সমাবেশে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধানসহ বক্তব্য দেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com