রোববার, ০৫ মে ২০২৪, ০১:১৫

প্রকাশিতঃ শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ ০২:৫২:১৩ অপরাহ্ন

মারধর করে জবানবন্দি আদায় করা হয়েছিল: ফরহাদ মজহার

ঢাকা: অবশেষে মুখ খুললেন ফরহাদ মজহার। ১৫৯ দিন পর বললেন তাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেয়া হয়েছিল। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গে তিনি বলেন, চাপ দিয়ে এবং মারধর করে তার কাছ থেকে এটা আদায় করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলির বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘গুম’ করার উদ্দেশ্যে আমাকে ধরে নেয়া হয়েছিল। সেখান থেকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তথা র‌্যাব জোরাল ভূমিকা রেখেছে। তবে পরে চাপ দিয়ে, নির্যাতন করে আমার কাছ থেকে ‘মিথ্যা’ স্বীকারোক্তি আদায় করা হয়েছে। কিন্তু পরে ঘটনা আড়াল করার জন্য তাদের উদ্ধার অভিযানের সাফল্যকে ম্লান করে দেয়। ফরহাদ মজহারকে অপহরণের ‘মিথ্যা’ অভিযোগ দেয়ার অভিযোগে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ আদালতের অনুমতি নেয়ার একদিন পর সংবাদ সম্মেলনে এসে একথা বললেন এই জনপ্রিয় এই সমাজচিন্তক।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com