মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৫৭

প্রকাশিতঃ শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৪:৩৩ পূর্বাহ্ন

শনি-রোববার থেমে থেমে বৃষ্টি ঝরবে

ঢাকা : বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে আজ শনিবার ও আগামীকাল রোববার সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রধানত গুঁড়ি গুঁড়ি আকারে হলেও কখনো কখনো ভারি বৃষ্টিও হতে পারে। সোমবার দিনের আকাশ পরিষ্কার হয়ে উঠতে পারে। ঢাকা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এতথ্য জানা গেছে। জানা যায়, এখন যে শীত অনুভূত হচ্ছে সেটি মূলত বৃষ্টির কারণে। তবে নিম্নচাপ সরে গেলে মধ্য ডিসেম্বরের পর থেকে এমনিতেই শীতের প্রকোপ একটু বাড়বে। এ দিকে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম এলাকায় গভীর নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com