শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০৩

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ১২:৪৯:০৯ অপরাহ্ন

রাঙামাটিতে আ.লীগ নেতা হত্যা ও হামলা: উপজেলা চেয়ারম্যানসহ আটক ১৪

রাঙ্গামাটি: সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত জুড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার উপর হামলার ঘটনাসহ রাঙামাটি সদরে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ঝর্ণা চাকমার উপর হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই তিন মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা ও তার ছেলেসহ সর্বমোট ১৪ জনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত পুলিশি অভিযানে বিলাইছড়ি ও রাঙামাটি শহর থেকে ১৪ জনকে আটক করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের রাঙামাটি বিচারিক আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার সারারাত অভিযান পরিচালনা করে রাঙামাটি শহর থেকে আটককৃত নয় জন হলো বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭) মঙ্গলমনি চাকমা (২৬) সাধন চাকমা(২৮), রিকন চাকমা (২৮), কালঞ্জিত চাকমা (২২), রুপম চাকমা (২৪) সময় বিজয় চাকমা (২৯। অপরদিকে বিলাইছড়ি থেকে আটককৃত পাঁচজন হলো- সুনীল কান্তি চাকমা (৩৫) বুদ্ধি বিজয় চাকমা (৩২) ও সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমা (২৬)।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com