শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৪৪

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:৩৯:১৫ পূর্বাহ্ন

ড. ইউনূস টাউটারি করে নোবেল পেয়েছেন: স্থানীয় সরকারমন্ত্রী

ফরিদপুর: ‘টাউটারি করে’ ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন হলে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এ মন্তব্য করেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নোবেল প্রাইজ যদি পেতে হয়, তবে পাবে ক্ষুদ্রঋণের প্রবর্তক পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কিন্তু টাউটারি করে সেখানে দেওয়া হলো গ্রামীণ ব্যাংককে। খন্দকার মোশাররফ আরো বলেন, পল্লী উন্নয়ন একাডেমি (বর্তমানে বিআরডিবি) ৭ শতাংশ সুদে দরিদ্র মানুষকে ঋণ দেয়, সেখানে গ্রামীণ ব্যাংক দেয় ৪০ শতাংশ সুদে। এ কারণেই নোবেল পুরস্কার পেলে পাবে পল্লী উন্নয়ন একাডেমি। সমবায়মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এ সময় উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com