শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৪

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ১০:০৬:১৪ পূর্বাহ্ন

বাড্ডায় 'বন্দুকযুদ্ধে' নিহত সাদ্দামের বাবা যা বললেন

রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত ২যুবকের মধ্যে একজনের পরিচয় সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে ওই যুবকের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তার পরিচয় সনাক্ত করেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৫) পিতা হাসমত হোসেন। বাসা- ১৭৬ পূর্ব উলন, জমিদার লেন, রামপুরা। নিহত সাদ্দামের বাবা হাসমত হোসেন জানান, সাদ্দাম স্ত্রী লিজা ও ৪বছরের মেয়ে সোহানা'কে নিয়ে গাজিপুর জয়দেবপুর উপজেলার মালেকের বাড়ি থাকতো। সেখানে একটি মোম, মশার কয়েল কারখানা চালাতো সাদ্দাম। তিনি জানান, গত ২৪ নভেম্বর সাদ্দাম স্ত্রী সন্তানকে নিয়ে কুমিল্লা কোটবাড়ি এলাকায় তার স্ত্রীর বড়বোনের বাসায় বেড়াতে যায়। ওইদিনই সন্ধ্যায় ডিবি পরিচয়ে ৪টি গাড়ি নিয়ে ওই বাসা থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ এলাকার লোকমারফত ক্রসফায়ারের খবর শুনে মর্গে এসে আমার ছেলের লাশ দেখতে পাই। নিহত সাদ্দামের বাবার অভিযোগ, সাদ্দামের নামে কোন মামলা নাই, ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com