শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০১

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৬:৫৪:৩১ পূর্বাহ্ন

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর আরিফাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে জামাল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এলাকার ১ নম্বর রোডের ই/এ নম্বর ৩তলা নির্মানাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত জামালের সহকর্মী জয়নাল আবেদীন জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের দোয়ারীপাড়া এলাকার ১০ নম্বর রোডে একটি বাসায় থাকতো জামাল। আরিফাবাদ এলাকার ওই ৩তলার ছাদে কলাম ঢালায়ের কাজ করছিলো সে। কলামের উপর উঠতে গিয়ে অসাবধানতাবশত ভবনের নিচে পড়ে যায় জামাল। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ঢামেকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত জামালের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com