শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৬

প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭ ০৫:১৯:১৬ পূর্বাহ্ন

সমঝোতা স্মারক সইয়ের দিন ১১১২ রোহিঙ্গার প্রবেশ

কক্সবাজার: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারক সই হওয়ার দিনেই বৃহস্পতিবার নতুন করে টেকনাফে এল আরও ১ হাজার ১১২ জন রোহিঙ্গা। এর মধ্যে একই পরিবারের ১১ জন এল ছোট্ট ভেলায় ভেসে। প্লাস্টিকের ১১টি জারিকেন (তেল রাখার ছোট ড্রাম), তক্তা, বাঁশ ও দড়ি দিয়ে বানানো একটি ভেলায় তারা নাফ নদী পাড়ি দিয়েছে। একজন পুরুষ ও একজন নারী ছাড়া পরিবারটির অন্য সদস্যরা শিশু-কিশোর। সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় নাফ নদীর তীর থেকে প্রায় ১৫০ গজ দূরে প্রবল স্রোতের কবলে পড়ে ভেলার এক পাশের রশি ছিঁড়ে যায়। এতে ভেলাটি কাত হয়ে গেলে ভয়ে শিশুরা চিৎকার করতে থাকে। ওই সময় একটি ট্রলারে করে নদীতে টহল দিচ্ছিল বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল। তারা রোহিঙ্গা পরিবারটিকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে। রোহিঙ্গা পরিবারটিকে বিজিবির হেফাজতে পাঠায় কোস্টগার্ড। বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার গণমাধ্যমকে বলেন, ভেলায় ভেসে আসা রোহিঙ্গা পরিবারটির সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মিয়ানমারের দংখালী থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয় তারা। পরিবারটি মংডুর গুদামপাড়ার বাসিন্দা। সেখানে খাবারসংকটের কারণে পরিবারটি ভেলায় করে ঝুঁকি নিয়ে টেকনাফে চলে আসে। নদী পাড়ি দিতে পৌনে তিন ঘণ্টা সময় লাগে তাদের।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com