বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:৩৭

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ ০১:৩৭:৪৫ অপরাহ্ন

জাবিতে প্রক্সির অভিযোগে কারাগারে ২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি হতে এসে ৭ শিক্ষার্থীসহ মোট ২১ ভর্তিচ্ছুকে জালিয়াতির অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ভাইভা দিতে আসলে আটক করা হয় ১৪ জনকে। সবশেষ বৃহস্পতিবার ভর্তি হতে আসা ৪ শিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ। আটক হওয়া ৪ শিক্ষার্থী হলো, সাতক্ষীরা জেলার আশাশুনির রফিকুল ইসলামের ছেলে মোঃ খাইরুল ইসলাম, রাজশাহীর জেলার বাঘারের জান মোহাম্মদের ছেলে আলী আহমেদ, নেত্রকোনার জেলার মোঃ জানু মিয়ার ছেলে রফিকুল হাসান রাজন ও পাহাড়ী সাহার ছেলে হিমাদ্রী সাহা। তারা সকলেই কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ভর্তি হতে আসেছিল। বিভাগীয় শিক্ষক তাদের হাতের লেখা যাচাই করলে প্রক্সির বিষয়টি ধরা পড়ে। এর আগে তোফায়েল আহমেদ, নোমানুল হক রিমন ও সীমান্ত দেবনাথ ভর্তি হতে আসলে জালিয়তির অভিযোগে অভিযুক্ত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ভর্তি হতে আসলে তাদেরকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়। তবে বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ণ বিভাগের সহকারী অধ্যাপক আদনান ফাহাদ বলেন, ‘যারা প্রক্সির অভিযোগে আটক হয়েছে তাদের মাধ্যমে প্রক্সিদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। এছাড়া তাদের জিজ্ঞাবাদের মাধ্যমে ভর্তি জালিয়াতির সাথে জড়িত মুল হোতাদের গ্রেফতার করা সম্ভব বলেও মনে করেন তিনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com