বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:১২

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরুতে দু'মাস লাগবে: পররাষ্টমন্ত্রী

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৬ লাখের অধিক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে আরও দু'মাস সময় লাগবে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে নেপিদোতে অনুষ্ঠিত দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানান। এর আগে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী সমঝোতা স্মারকে সই করেন। তবে এ বিষয়ে বিস্তারিত আগামী শনিবার ঢাকায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও নেপিদোতে গণমাধ্যমকর্মীদের জানান পররাষ্ট্রমন্ত্রী ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com