শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০২

প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর ২০১৭ ১২:৩৫:৪১ অপরাহ্ন

শেখ হাসিনাকে নামানোর ক্ষমতা দ্বিতীয় কোনো দলের নেই: হানিফ

কুমিল্লা: দেশের জনগণ যতদিন চাইবে, শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর ক্ষমতা বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের নেই। বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ভূমিকার সমালোচনা করে হানিফ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তার একটি নজিরও কেউ দেখাতে পারবে না। কারণ তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলন শেষে কুমিল্লায় ৩২ বছর পর আওয়ামী লীগের ৭১ সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করা হয়। ৭১ সদস্যের ওই কমিটিতে কাজী আবুল বাসারকে সভাপতি ও তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com