মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৪৩

প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ ০৪:৩৬:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে শিক্ষকের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে পিএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে মোঃ ইব্রাহিম (২৯) নামের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম ওই কারাদন্ডাদেশ দেন। অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আবদুর রবের পুত্র ও উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গেছে, মঙ্গলবার পিএসসির সমাজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালে সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল দেখার ভান করে শিক্ষক ইব্রাহিম এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানী করে। বিষয়টি তাৎক্ষনিক কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করে ওই ছাত্রী। এরপর কেন্দ্রের দায়ীত্বরতরা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি দ্রুত পুলিশ পাঠিয়ে ওই শিক্ষককে তারা কার্যালয়ে নিয়ে আসেন। এরপর উপস্থিত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম অভিযুক্ত শিক্ষক মো: ইব্রাহিমকে (২৯) এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাকে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সন্ধায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম বিষয়টি নিশ্চিত করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com