শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১২

প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ ০৭:০৮:৩৫ পূর্বাহ্ন

শীতকালীন অধিবেশনে সম্প্রচার কমিশন গঠনের প্রস্তাব: তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, আগামী শীতকালীন অধিবেশনে জাতীয় সম্প্রচার আইন পাসের জন্য সংসদে তোলা হবে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক র‌্যালি উদ্বোধনকালে তিনি এ কথা জানান। পেশাজীবী টেলিভিশন প্রযোজকদের সংগঠন ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) এ র‌্যালির আয়োজন করে। উল্লেখ্য, সর্বোচ্চ তিন বছরের কারাদ- অথবা পাঁচ কোটি টাকা জরিমানা অথবা উভয় দ-ের প্রস্তাব করে ‘সম্প্রচার আইন-২০১৭’ তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। এ আইন অনুযায়ী দেশের নিরাপত্তা, অখ-তা ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে এমন কিছু সম্প্রচার করা যাবে না। এ ছাড়া দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রতি হুমকি হবে এমন কোনো কিছু প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অশ্লীল, মিথ্যা ও বিদ্বেষমূলক এবং দেশের সম্ভাব্য শান্তি, ঐক্য ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে, এমন কোনো কিছু প্রচার করা যাবে না। এ আইনটি বলবৎ হওয়ার পর অবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করার কথা রয়েছে। কমিশনে একজন নারীসহ ৭ কমিশনার থাকবেন। কমিশনার নিয়োগ দিতে সরকার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে দেবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনারদের একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। চেয়ারম্যানের পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি পাবেন
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com