বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৪৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ ০৫:২৪:৩৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু অন্তর থেকে ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

ঢাকা: ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেইসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ তার অন্তর থেকে এসেছিল বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সশ¯্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণ লিখিত ছিল না। এটার কোনো নোটও ছিল না। জাতির পিতা অন্তর থেকে এই ভাষণ দিয়েছিলেন। তার এই ভাষণ ছিল বাঙ্গালি জাতির জন্য দিকনির্দেশনা। তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই ১৫ সপরিবারে তাকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। স্বাধীনতা ও বাঙ্গালি জাতিকে ধ্বংস করতেই তারা জাতির পিতাকে হত্যা করেছে। ১৫ আগস্টের পর দেশ অনেক পিছিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা জাতির পিতার ৭ মার্চের ভাষণকেও নিষিদ্ধ করেছিল। সেই ভাষণ আজ বিশ^ ঐতিহ্য হিসেবে ইউনেসকোতে স্থান পেয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com