রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫০

প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর ২০১৭ ০৪:৩৬:৩৫ অপরাহ্ন

গফরগাঁওয়ে শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গফরগাঁও (ময়মনসিংহ): গতকাল সোমবার ময়মনসিংহের গফরগাঁও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকার সাথে অধ্যক্ষের অশালীন আচরণের প্রতিবাদে এবং কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গফরগাঁও-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে। জানা যায়, রৌহা কারিগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত একই প্রতিষ্ঠানের প্রভাষক শিউলী বেগমের সাথে আশালীন আচরন, আপত্তিকর কথাবার্তা বলা ছাড়াও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সহকর্মী শিক্ষক এমনকি সর্বশেষ ছাত্র-ছাত্রীদের সামনে তাকে আপত্তিকর/অশ্লীল কথাবার্তা বলে আসছিল অধ্যক্ষ। এর জের ধরে কলেজের শিক্ষার্থীরা গত রোববার থেকে ক্লাস বর্জন এবং সোমবার সকাল থেকে কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের সামনে গফরগাঁও-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. শামীম রহমান কলেজ পরিদর্শন করেন। এর আগে গত বছরের ১০ আগষ্ট কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় কলেজ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সভায় অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লা প্রভাষক শিউলি বেগমের কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রভাষক শিউলি বেগম বলেন, দীর্ঘদিন যাবত অধ্যক্ষ স্যার আমার সাথে আশালীন আচরণ করে আসছিল। স্যার আমাকে কুপ্রস্তাব দিত। আমি রাজি না হওয়ায় আমাকে নিয়ে অশালীন আচরণ শুরু করেন অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লা । এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লা বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। এটি একটি ষড়যন্ত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. শামীম রহমান বলেন, তদন্তপূর্বক অভিযোগ প্রমাণীত হলে ব্যবস্থা নেয়া হবে
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com