শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:০১

প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর ২০১৭ ১০:১৭:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আল্টিমেটাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগ দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ এ নিয়োগ বাতিল না করলে চট্টগ্রামবাসী লাগাতার আন্দোলন শুরু করবে। তাই যে অনিয়মের মাধ্যমে লস্কর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা বাতিলের জোরালো দাবি করেন তারা। ‘আমরা চট্টগ্রামবাসী’র ব্যানারে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ এবং বন্দরের লস্কর নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া প্রার্থী ও তাদের অভিভাবকরা বক্তব্য রাখেন। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, মন্ত্রী মহোদয় হয়ত মাদারীপুর জেলাকে বিভাগ আর চট্টগ্রাম বিভাগকে জেলা মনে করেছিলেন। আর এই বৈষম্যের কারণেই চট্টগ্রামের ছেলেরা নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির কাছে হেরে গেছে যার দায় ভার নিতে হবে মন্ত্রীকেই। রনি তার বক্তব্যে আরো বলেন, চট্টগ্রামের ছেলেরা জেলা কোটা অনুযায়ী যতটা চাকরির প্রাপ্য ততটা চাকরীই যেন তাদের প্রদান করা হয়। কোনো জেলার প্রতি বৈষম্য হোক তা আমরা চাই না। আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনরায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে লস্কর পদসহ সকল পদের পরীক্ষা নেয়া হোক। এবং সরকারী নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগ পরীক্ষা চট্টগ্রামেই নেয়ার দাবি জানাচ্ছি। অবস্থান কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাজী জহুর আহমদ, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহানগর শ্রমিক লীগের সাঃ সম্পাদক মাহবুবুর রহমান এটলী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী হাজি মো: হাসান, আবদুল মান্নান, চবি ছাত্রলীগ সা: সম্পাদক ফজলে রাব্বি সুজন, মহিলা কাউন্সিলর ফেরদৌসি আকবর, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজিজ, মেজবাহ উদ্দিন মোরশেদ, আবদুর রহীম শামীম, জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, লায়লা আকতার এটলী, ইশরাত জাহান, ফাতেমা বেগম ছাত্রনেতা আমীর হামজা, রাহুল দাস, ইসমাইল হোসেন ও সাইদুর রহমান বাবু প্রমুখ
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com