বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:১১

প্রকাশিতঃ রোববার, ১৯ নভেম্বর ২০১৭ ১০:০০:২৮ পূর্বাহ্ন

কারো আশা পূরণে নির্বাচন কমিশন কাজ করছে না: সিইসি

ঢাকা: কারো আশা পূরণের জন্য নির্বাচন কমিশন কাজ করছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। রংপুর সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। নুরুল হুদা বলেন, রংপুরে সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা রংপুর সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আগামী নির্বাচন ঘিরে এমন কোনো সমস্যার আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার ও গোয়েন্দা সংস্থার হাতে নেই। যে কারণে নির্বাচন ঘিরে সমস্যার আশঙ্কা করছি না। সিইসি বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। কোনো পক্ষ সেনা মোতায়েনের জন্য দাবিও করেনি। তিনি বলেন, কারো আশা পূরণের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন কাজ করবে। বৈঠকে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার, পুলিশের আইজি একেএম শহীদুল হক, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com