শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৬

প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০৩:৪৯:৩৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হাত-চোখ বেঁধে গণধর্ষণের পর চুল কেটে মারধর, হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে (২৩) অপহরণের পর সহযোগিদের নিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে থেমে থেমে মারধর করা হয় বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ওই নির্যাতিত নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কমলনগর উপজেলা তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে অপহরণ করে রাতভর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত নারী কমলনগর উপজেলার চরকালকিনী গ্রামের এক কৃষকের মেয়ে। তার ছয় ও আট বছর বয়সী দুইটি সন্তান রয়েছে। সাবেক স্বামী আবু কালাম (৩৫) পার্শ¦বর্তী তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে। নির্যাতিতার মা জানিয়েছেন, ১০ বছর আগে আবু কালামের সাথে তার মেয়ে বিয়ে হয়। এরপর থেকে একাধিকবার নানা অজুহাতে যৌতুক নেয় সে। গত বছর ৫০ হাজার টাকার যৌতুকের জন্য চাপ দেয়। টাকা দিতে না পারায় কারণে-অকারণে তাকে মারধর করা হয়। উপায় না পেয়ে আদালতের মাধ্যমে গত পাঁচ মাস আগে সে স্বামীকে তালাক দেয়। এর জের ধরে সাবেক স্বামী তার আরও তিন বন্ধুকে নিয়ে মেয়েকে অপহরণ করে। এসময় কাঁচি দিয়ে মাথার চুল এলামেলো করে কেটে দেয়া হয়। একপর্যায়ে তাকে মারধর শুরু করে এবং থেমে থেমে নির্যাতন চালায়। নির্যাতিত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে সদর উপজেলার শাহপুর গ্রামের তার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। সন্ধ্যায় তোরাবগঞ্জ এলাকায় পৌঁছলে ওঁৎপেতে থাকা তার তালাকপ্রাপ্ত স্বামী তিনবন্ধু মিলে তাকে অপহরণ করে আবু কালামের বাড়ির একটি ঘরে বন্দি করে রাখে। এসময় তাকে মারধর ও চুল কেটে নির্যাতন করা হয়। পরে তারা রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। একপর্যায়ে আমি জ্ঞান হারাই। ভোরে তারা আমাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বক্তব্য জানতে সাবেক স্বামী আবু কালামের মোবাইল ফোনে রাতে পৌনে ৮টায় একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, নির্যাতিত ওই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার আলামত রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ডাক্তারি পরীক্ষার পরে নিশ্চিতভবে বলা যাবে। জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com