শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৫২

প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০২:১২:১৩ অপরাহ্ন

স্কুল-কলেজ ও সব করপোরেশনে চিঠি দিয়েছেন সমাবেশে না এলে চাকরি থাকবে না

ঢাকা: নাগরিক কমিটির সমাবেশে স্কুল-কলেজসহ সব সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে এক আলোচনা সভায় বলেন, ‘আজকে খুব বড় সমাবেশ হচ্ছে। এই সমাবেশকে বলা হচ্ছে- এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় নাগরিক সমাবেশ। এটা হচ্ছে, যে বক্তব্য ৭ মার্চ দেয়া হয়েছিল সেটা ইউনেস্কোতে তালিকাভুক্তি করেছে সেজন্য এই সমাবেশ।’ সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সমাবেশকে সামনে রেখে তারা কী ব্যবস্থা নিচ্ছে? প্রত্যেকটা স্কুল-কলেজকে চিঠি দিয়েছেন না এলে শিক্ষকদের চাকরি থাকবে না। ব্যাংকে চিঠি দিয়েছেন না এলে পাঁচ দিনের বেতন কাটা যাবে এবং আসতেই হবে।’ ‘সব করপোরেশন সবাইকে এই কথা বলে নিয়ে আসছেন। স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছেন। সকালে দেখে এসেছি, বড় বড় বাসে স্কুলের বাচ্চাদের তোলা হচ্ছে। আমাদের তো আপত্তি নেই।’ ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে আপনারা সব মানুষের অধিকারগুলো কেড়ে নিচ্ছেন, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিচ্ছেন। অন্যদিকে এসব কথা বলে মানুষকে প্রতারিত করছেন।' সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। শুক্রবার সকালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, জাতীয় পার্টি(কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট নজমুল হক নান্নু, মেহেদি আহমেদ রুমী, প্রয়াত নেতা মসিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কাজী মনিরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com