শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৪

প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন

নাগরিক কমিটির সমাবেশ: তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাগরিক সমাবেশের কারণে তীব্র জানজটে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ। বাধ্য হয়ে মানুষ হেঁটে যাচ্ছেন গন্তব্যে। সমাবেশকেন্দ্রিক জনসমাগম, রাস্তায় রাস্তায় মিছিল ও নেতাকর্মীদের অবস্থানের কারণে সোহরাওয়ার্দীর আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নাগরিক সমাবেশ নামের এ অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট হলেও প্রকারান্তরে এটি ক্ষমতাসীন দলের শোডাউনে পরিণত হয়েছে। শনিবার বেলা ১২টার পর থেকে মৎস্য ভবন, শাহবাগ, পল্টন, কাকরাইল, প্রেসক্লাব গুলিস্তান, দৈনিক বাংলা ও বিজয়নগর এলাকার সড়কগুলোতে যানবাহন থেমে থাকতে দেখা যায়। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপায় না দেখে দীর্ঘক্ষণ বাসে থাকার পর অনেক যাত্রী বাস থেকে নেমে হাঁটা শুরু করেন। গাড়ি থেকে নেমে মৎস্য ভবনের সামনে হাঁটছিলেন তৌফিক আহমেদ। তিনি বলেন, মতিঝিল থেকে শাহবাগের বাসে উঠেছিলাম। কিন্তু পল্টন এসে দেখে প্রেসক্লাবের দিকে যাওয়ার রাস্তা বন্ধ। বাস ঘুরিয়ে দেয়া হচ্ছে। বিজয়নগরের রাস্তাতেও তীব্র যানজট। তাই কোনো উপায় না পেয়ে হেঁটে যাচ্ছি। তিনি বলেন, ‘রাজধানীতে যেকোনো সমাবেশ করলে ভোগান্তি বেড়ে যায়। গত সপ্তাহে বিএনপি সমাবেশ করেছে। ভোগান্তি সবাই দেখেছেন। আজ ক্ষমতাসীনদের সমাবেশ। যানজটের ভোগান্তি আরো বেশি। কারণ বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাস্তায় যানবাহন থাকে না। ক্ষমতাসীনদের সমাবেশে যানবাহন থাকে কিন্তু চলে না। কারন রাস্তা বন্ধ করে দেয়। যে যত কথাই বলুক ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের।’ এ দিকে যানজটে আটকে থাকা বাস চালক কবির বলেন, আধা ঘণ্টা ধরে এক জায়গায়ই বসে আছি। আমাদের দিন শেষে গাড়ির জমা দিতে হয়। যানজটের যে অবস্থা আজ মনে হয় নিজের পকেট থেকে জমা দিতে হবে। সমাবেশ করবে কোনো সম্মেলন কেন্দ্রে করুক। এখানে সমাবেশ করলে রাস্তা বন্ধ হয়ে যায়। যাত্রী-চালক সবার ভোগান্তিতে পরতে হয়। উল্লেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি অর্জন করায় আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই নাগরিক সমাবেশের আয়োজন করেছে। নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। সমাবেশ পরিচালনা করবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com