শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৯

প্রকাশিতঃ শনিবার, ১৮ নভেম্বর ২০১৭ ০৭:৫১:৪৮ পূর্বাহ্ন

সরাইলে ডাকাতদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত, ট্রাক লুট

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ বোঝাই ট্রাকে ডাকাতিকালে ডাকাতদের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বেড়তলা এলাকার মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে হাইওয়ে রাস্তার পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক রাজশাহী জেলার বাগমারা সাপুর এলাকার সদর মোল্লার ছেলে। সে নাটোরে মাছের ব্যবসা করতের বলে জানা গেছে। পুলিশ জানায়, নাটোর থেকে মাছ বোঝাই ট্রাক নিয়ে রফিকুলসহ আরো তিনজন শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। এসময় রাত অনুমান তিনটার দিকে সরাইল বেড়তলা এলাকার মাদ্রাসার সামনে আসলে কয়েকজন ডাকাত ট্রাকটির গতি রোধ করে। পরে কোনকিছু বুঝে উঠার আগেই ডাকাতরা এলোপাথাড়ী চুরিকাঘাত করে। এ সময় মাছ ব্যবসায়ী রফিকুল ঘটনাস্থলেই মারা যায়। পরে ডাকাতরা মাছ বোঝাই ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়। পরে সকালে ট্রাকের ড্রাইভার আশ্রাফুল প্রাথমিক চিকিৎসা নেয়ার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে ছুরির আঘাত ও মাথা থেতলানো অবস্থায় ছিল। এই ঘটনার পর সকালে হবিগঞ্জ থেকে ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। তবে সে সময় ট্রাকে মাছ ছিল না। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com