বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০৮

প্রকাশিতঃ শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৪:১৪:১০ অপরাহ্ন

রাজশাহীতে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাস পুকুরে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরো ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়ায় উত্তরা হিমাগারের সামনে খড়িবোঝাই ভটভটিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৬৩) এই দূর্ঘটনায় পতিত হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুর উল্টে যায়। এই ঘটনায় আরো ৩০ জন বাস যাত্রী আহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী মারা যায়। নিহতরা হলেন, শহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী শামিমা খাতুন (৩০) ও বাস যাত্রী খুরশেদ আলী (৩৫)। আহতদের মধ্যে ১৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুরশেদ আলী মারা যান । এছাড়াও মোটরসাইকেলে থাকা তাদের ৭ বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস বায়ার উত্তরা হিমাগারের সামনে একটি খড়িবোঝায় ভটভটিকে ওভারটেক করতে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com