সোমবার, ২০ মে ২০২৪, ০৮:০৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ ০৩:৫৩:৫৪ অপরাহ্ন

রোহিঙ্গাদের সহায়তায় আরো ৪৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য আরো ৪৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রেক্স টিলারসন বুধবার মিয়ানমার সফরকালে সে দেশের রাজধানী নেপিডোতে এ ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, টিলারসন বলেছেন, ‘এই বিপর্যয়ের মানবিক সংকটের মাত্রা ভয়াবহ। ৬ লাখেরও বেশি রোহিঙ্গা যাদের বেশিরভাগই নারী ও শিশু, বাংলাদেশে পালিয়ে গেছে এবং তাদের আরো অজানা সংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন, যাদের খাদ্য, পানি ও আশ্রয়ের অপর্যাপ্ততা রয়েছে।’ তিনি আরো বলেছেন, ‘বিশ্বব্যাপী মানবিক উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্র সবসময়ই নিবেদিত এবং রোহিঙ্গাদের সাহায্য করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই তহবিল বিতরণ করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ’ প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর আগস্ট ২০১৭ থেকে শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো মোট ৮৩ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশের মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর কাছে পৌঁছায়। যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউএন হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর), ইউএন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)। এসব সংস্থা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে উচ্ছেদ হওয়া ৬ লাখেরও বেশি রোহিঙ্গার সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য এবং পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং মানবিক ও সামাজিক সহায়তা দিচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com