শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৭

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

পাবনা: পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়। নিহত ডাকাতের নাম মুকুল হোসেন (৪০)। সে মেহেপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত তিনটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজারের অদূরে ধরবিলা গ্রামের আবুল কাশেমের বাড়িতে ডাকাতির জন্য প্রবেশ করে। বাড়ির লোকজন ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার শুরু করে। গ্রামের লোকজন ছুঁটে আসে ঘটনাস্থলে। এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসীর সাথে ডাকাতদলের ধস্তাধস্তি হয়। এ সময় মুকুল হোসেন নামের ওই ডাকাত সদস্য একটি ঘরের মধ্যে আটকা পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। বিক্ষুদ্ধ লোকজন ডাকাত মুকুলকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ডাকাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার ভোর ৬ টার জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বাড়ির ৩ জন আহত হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেবুনিয়া বাজারে মোবাইল পুলিশের ২টি টিম টহলরত ছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ায় ডাকাত দল ডাকাতি করতে ব্যর্থ হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com