রোববার, ১২ মে ২০২৪, ০৭:০৬

প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ ০১:৩৯:০০ অপরাহ্ন

৮০ বা ২০ পয়সার নয়, প্রশ্ন রাজনৈতিক অস্তিত্বের: দিলীপ বড়ুয়া

রাজশাহী: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা- ২০ পয়সা’র বক্তব্যের সঙ্গে বিশ্বাসী নন বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আজ বুধবার দুপুরে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজ সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘১৪ দলীয় জোট একটা অভিন্ন সত্তা। ২৩ দফার ভিত্তিতে এই সত্তাটি হচ্ছে, অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী সত্তা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার কোনো প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’ ১৪ দলে পাওয়া-না পাওয়া নিয়ে সমস্যা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘এখানে সব দলের সব চাওয়া পূরণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি তো মন্ত্রীও না, এমপিও না। আমার তো কিছু নেই। পাওয়ার জন্য তো আমি রাজনীতি করছি না। কাজেই না পাওয়ার বেদনা থেকে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। পাওয়া না পাওয়ার বেদনা কারো যদি থেকে থাকে আমি মনে করি, প্রধানমন্ত্রীর অনেক সুযোগ আছে। তিনি সমন্বয় করবেন।’ আগামী নির্বাচনে ১৪ দলের অবয়ব বৃদ্ধি ঘটতে পারে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা আগামী নির্বাচনে বাস্তবসম্মতভাবে চারটি আসন চাইব।’ জামায়াত-বিএনপির সমালোচনা করে এই নেতা বলেন, ‘রাজনৈতিভাবে জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত। এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশে জনগণের কল্যাণমুখী কোনো কাজ হওয়ার সম্ভাবনা তো নেই, মুক্তিযুদ্ধের চেতনাকেও সমুন্নত রাখার বাস্তব অবস্থা নেই।’ অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন তিনি। দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের মনে হয় আগামী নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচন ব্যতীত ক্ষমতা হস্তান্তরের অন্য কোনো পন্থা দেশে নেই। যদি দুর্ঘটনাবশত অন্য কোনো পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়, তা কোনো রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না।’ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, বীরেন সাহা, ওমর ফারুক, সিদ্দিক, কমরেড মাসুদ রানা, ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com