শনিবার, ১১ মে ২০২৪, ০৪:০৩

প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি নিয়োগে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই: আইনমন্ত্রী

ঢাকা: প্রধান বিচারপতি নিয়োগে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। বুধবার রাজধানীর বারিধারায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বর্তমানে যিনি দায়িত্বে আছেন সংবিধানের ৯৭ অনুচ্ছেদের আলোকে তাকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি নতুন করে কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। এতে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে। এ কারণে যখন সাবেক প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) ছুটিতে গেলেন, তখন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে রাষ্ট্রপতি দায়িত্বরত প্রধান বিচারপতি করেন। এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। কিন্তু কত দিনের মধ্যে তাঁকে নিয়োগ দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যখন মনে করবেন, তখন দেবেন। আইনমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি যেহেতু একেবারেই রাষ্ট্রপতির এখতিয়ার, তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com