সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০২

প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ ০৪:১৪:০৫ পূর্বাহ্ন

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র বাহিরে সরবরাহের অভিযোগ কেন্দ্র সচিবের বিরুদ্ধে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) গণিত পরীক্ষা শুরুর আগেই বাহিরে প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠে কেন্দ্র সহকারী সচিব কামাল আহম্মদের বিরুদ্ধে। এনিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। গতকাল রোববার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার শুরুর পূর্বের ওই কেন্দ্রের সহকারী সচিব গণিতের প্রশ্নপত্র বাহিরে সরবরাহ করেন বলে অভিযোগ উঠে। প্রশ্নপত্র বাহিরে সরবরাহের বিষয়টি পরীক্ষা শুরুর পর জানা যায় বলে জানান, ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাকসুদ আলম। তিনি জানান, পরে তাৎক্ষনিক সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি এসে ঘটনার সত্যতা পান। একপর্যায়ে সহকারী কেন্দ্র সচিব কামাল আহাম্মেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ তার নিকট কয়েকবার ক্ষমা চান। এ বিষয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও স্থানীয় আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহাম্মেদের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান জানান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও স্থানীয় আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহাম্মেদের বিরুদ্ধে পরীক্ষা শুরুর পূর্বে বাহিরে প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি তদন্ত করে লিখিত অভিযোগ দেয়ার জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবু তালেবসহ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাকসুদ আলমকে নির্দেশ দেয়া হয়েছে। এটি ক্ষমার বিষয় না। তদন্তের লিখিত কপি হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com