রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৪

প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ ০২:১১:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে ধলাই নদের ৬টি পয়েন্টে ভাঙ্গন

নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবারের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ছয় পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে পানি বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। ধলাই নদের নতুন ২টি ও পুরাতন ৪টি ভাঙ্গন এলাকা দিয়ে ও পাহাড়ি ছড়াগুলোর পানি বিপদ সীমা অতিক্রম করে নিমজ্জিত করে ফেলেছে ব্যাপক এলাকার আমন ফসল। নিমজ্জিত হয়েছে কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়ক। অন্য দিকে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে কুলাউড়া উপজেলার শরীফপুরে চাতলা সেতু সংলগ্ন এলাকায় মনু প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দ্রুত গতিতে ঢলের পানি প্রবেশ করে একটি চা বাগানসহ কয়েকটি গ্রামের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। শুক্র ও শনিবার দুই দিন দুই রাত অবিরাম মাঝারী বৃষ্টিপাত কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন থেকে রহিমপুর ইউনিয়ন পর্যন্ত সবগুলো পয়েন্টে ধলাই নদের পানি বিপদ সীমা অতিক্রম করে। কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামের ও আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের নতুন ভাঙ্গন এবং ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর, মাধবপুর ইউনিয়নের শিমুলতলা, বাঘবাড়ি, গোবিন্দ বাড়ি ও মাঝেরগাঁও ও কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রাম এলাকার ধলাই প্রতিরক্ষা বাঁধের পুরাতন ভাঙ্গন দিয়ে নেমে আসা উজানের ঢলের পানি প্রবেশ করে ব্যাপক এলাকার ফসলি জমি ও গ্রাম্য রাস্তা নিমজ্জিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র রোববার সকালে জানা গেছে, ধলাই নদী ও লাঘাটাসহ সবগুলো পাহাড়ি ছড়ার পানি বিপদ সীমা অতিক্রম করে পুরাতন সবগুলো ভাঙ্গন এলাকা দিয়ে দ্রুত পানি গ্রামে প্রবেশ করে গ্রাম্য রাস্তাঘাট নিমজ্জিত করছে। ইসলামপুর ইউনিয়নের ৫টি গ্রাম, মাধবপুর ইউনিয়নের শিমুলতলা, মাছেল গাঁও, ধলাইরপাড়, ভাষানী গাঁও ও বনগাঁও, কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ কুশালপুর, আলেপুর ও দক্ষিণ কুমড়া কাপন, পতনউষার ইউনিয়নের কেওলার হাওর, মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর, শমশেরনগর ইউনিয়নের শিরাউলী, মরাজানের পর, সতিঝির গাঁও এলাকার আমন ফসল নিমজ্জিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহকারী উপজেলা কৃষি অফিসার পূর্ণ কুমার সিংহ বলেন, প্লাবনের পানিতে ইসলামপুর ইউনিয়নে ২০০ হেক্টর জমির রোপিত আমন ফসল নিমজ্জিত হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com