সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৯

প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ ০৯:১১:১৬ পূর্বাহ্ন

তারেক রহমানকে হয়রানি করতেই গ্রেফতারি পরোয়ানা: ফখরুল

ঢাকা: হয়রানি করতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তাকে হয়রানি করতেই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে সরকার। এবং মিথ্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদ, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ও ড. পিয়াস করিমের স্মরণে এ সভার আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব বলেন, আদালত কুক্ষিগত করার জন্যই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অপমাণ করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। জনগণই গণতন্ত্র ফিরিয়ে আনবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সঙ্গে আপোষ করেননি বলেই তাকে ৩৯টি মামলায় আসামি করা হয়েছে বলেও উল্লেখ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ফখরুল বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। সরকার গণতন্ত্রের মুখোশ পরে আছে। যেভাবেই হোক, ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া আওয়ামী লীগ। এ জন্যই উচ্চ আদালত থেকে তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com