মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩৭

প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৮ জন

ঢাকা: রাজধানীর ডেমরা ডগাইর এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে দহ্ধ অবস্থায় তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসা (৩৫), ছেলে ইমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন তাদের আত্মীয় আরিফ (৩৪)। দগ্ধ ফেরদৌসা জানান, রোববার রাতে ওই এলাকার আল-আমিন রোডের একটি ভবনের ২য় তলার ভাড়া বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তার সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা বাসার চারদিকে আগুন দেখতে পান। তবে কীভাবে আগুন লেগেছে তা দেখতে পারেননি। দুই মাস আগে তারা দ্বিতীয় তলার বাসায় ভাড়ায় উঠেন। এর কিছুদিন পরেই বাসার ভেতর গ্যাসের গন্ধ পান। বিষয়টি বাসার মালিককেও জানানো হয়েছিলো বলে জানান তিনি। তার ধারণা গ্যাস লিকেজ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে দগ্ধ আটজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com