শনিবার, ০৪ মে ২০২৪, ১০:১৩

প্রকাশিতঃ রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৯:১৩:৩৬ পূর্বাহ্ন

মদ্যপ’ আ. লীগ নেতা আটক, হাটহাজারীতে সড়কে ব্যারিকেড

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরীকে নগরীর কোতোয়ালি থানায় আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছে। চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতি ও খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাকর্মী ও মঞ্জুরুল আলম চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা সকাল ৯টায় এ ব্যারিকেড দেয়। মঞ্জুরুল আলম চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি। ব্যারিকেড দেয়ার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে আটকা পড়েছে কয়েকশত যানবাহন। নগরমুখী সেনাবাহিনী হাটহাজারী ফায়ার রেঞ্জের ২০ থেকে ২৫ গাড়ির বিশাল বহর, জরুরি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সসহ দুর্ভোগে পড়েছে কয়েকহাজার যাত্রী। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বেলা সাড়ে ১১টায় জানান, হাটহাজারী বাসস্টেশন, চবি ১নং গেট এলাকায় ব্যারিকেড দিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যারিকেড সরানোর চেষ্টা করছি। প্রসঙ্গত, শনিবার রাতে এক যুবলীগ নেতাকে গুলির করার অপরাধে মঞ্জুরুল আলমকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপ থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। শনিবার রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com