মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫০

প্রকাশিতঃ রোববার, ২২ অক্টোবর ২০১৭ ০৬:৫৩:২২ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন সুষমা স্বরাজ

ঢাকা: অসামান্য দ্বীপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ও জোরদারের বার্তা নিয়ে ঢাকায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দু’দিনের রাষ্ট্রীয় সফরে রোববার দুপুর দেড়টার দিকে একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। দুপুরে তাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরে অবতরণ করে। সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। সফরকালে ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। এছাড়া সফরকালে তিনি চলমান রোহিঙ্গা ইস্যু, প্রধান বিচারপতিকে নিয়ে সৃষ্ট বিতর্ক, তিস্তা চুক্তির বিষয় ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com